1. miahmohammadshuzan@gmail.com : Central News :
  2. centralnewsbd24@gmail.com : CNB BD : CNB BD
রংপুর জেলা মহিলা লীগের ফল উৎসব | Central News BD
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

রংপুর জেলা মহিলা লীগের ফল উৎসব

মমিনুল ইসলাম রিপন 
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৭ জন সংবাদটি পড়েছেন
রংপুর জেলা আওয়ামী মহিলালীগের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) বিকেলে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুর জেলা মহিলালীগের সভাপতি মরতুজা মনসুরের সভাপতিত্বে ও জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক এডভোকে জাকিয়া সুলতানা চৈতির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য উৎপল, লতিফা শওকত, জাকির হোসেন, এডভোকেট আতিক উল আলম কল্লোল, আব্দুর রউফ, ইকতা লুনা।
আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা লক্ষিণ চন্দ্র দাস ও আসিক সোহেল, জেলা যুব মহিলালীগের আহবায়ক সুরাইয়া আক্তার, শিক্ষক ও সমজকর্মী জেনিফার আলী।
পুরো ফল উৎসবের দায়িত্বে ছিলেন ফল উৎসব উপকমিটির কানিজ আফরোজ কনি, বনি মেহজাবিন, শাহাজাদী ইয়াসমিন কেয়া, আরেফিন নাহার বিউটি, শাহানা রহমান।
ফল উৎসবে আম, জাম, কাঠাল, সফেদা, কলা, পেয়ারা, কামরাঙ্গা, লটকন, ড্রাগন, জাম্বুরা, আমড়াসহ কয়েক প্রজাতির ফল।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরও খবর

© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | সেন্ট্রাল নিউজ বিডি.কম

Theme Designed BY Kh Raad ( Frilix Group )