1. miahmohammadshuzan@gmail.com : Central News :
  2. centralnewsbd24@gmail.com : CNB BD : CNB BD
বায়ার্নকে উড়িয়ে দিলো ভিয়ারিয়াল | Central News BD
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

বায়ার্নকে উড়িয়ে দিলো ভিয়ারিয়াল

প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৭ জন সংবাদটি পড়েছেন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুধবার বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ভিয়ারিয়াল। এই জয়ের মাধ্যমে স্প্যানিশ ক্লাবটি এবারের আসরে আরো বড় অঘটন ঘটানোর শংকা বাড়িয়ে দিয়েছে।

লা সিরামিকায় অনুষ্ঠিত ম্যাচের অস্টম মিনিটে দানি পেরেজোর শটের বল ঘুরিয়ে দিয়ে স্বাগতিক ভিয়ারিয়ালকে বিষ্ময়কর জয় পাইয়ে দেন ডানজুমা। সৌভাগ্যবশত আগামী সপ্তাহে দ্বিতীয় লেগের ম্যাচটি নিজ মাঠেই আয়োজনের সুযোগ পাচ্ছে জার্মান জায়ান্টরা।

খেলা শেষে ভিয়ারিয়ালের জিওভানি লো সেলসো বলেন, ‘আমরা দুর্দান্ত পারফর্মেন্স করেছি। সত্যিকারার্থে আরো বেশী ব্যবধানে আমাদের জয়লাভ করা উচিৎ ছিল। আজ রাতে আমরা বায়ার্নের চেয়ে অনেক বেশী ভাল খেলেছি। আমরা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটিকে হারিয়েছি।

জুলিয়ান নাগলসম্যানের নিয়ন্ত্রনাধীন ছয়বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা অবশ্য পরাজয়ের পরও পরের রাউন্ডে খেলার বিষয়ে জোড়ালো ফেভারিট। কারণ ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে বায়ার্নের নিজ হোম আলিয়াঞ্জ অ্যারেনায়। তবে ভিয়ারিয়ালও ইতোমধ্যে প্রমান করেছে তারা অবহেলা করার মতো দল নয়। ইতোমধ্যে শেষ ষোলর লড়াইয়ে শক্তিশালী জুভেন্টাসকে ধারাশায়ী করেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্লাবটি।

নাগলসম্যান বলেন, ‘এটি ছিল প্রত্যাশিত হার। আমরা ভাল খেলিনি। প্রথমার্ধে আমাদের হাতে কিছুটা শক্তি থাকলেও আমরা সুযোগ সৃস্টি করতে পারিনি এবং ম্যাচকে নিয়ন্ত্রন করতে পারিনি।

গত মাসে অনুষ্ঠিত ড্রয়ে উনাই এমেরির দলকেই কিছুটা সহজ প্রতিপক্ষ হিসেবে মনে করা হয়েছিল। কারণ কোয়ার্টার ফাইনাল নিশ্চিতকরা দলগুলোর মধ্যে কেবল বেনফিকা রয়েছে যারা তাদের চেয়ে কিছুটা দূর্বল।

বর্তমানে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় ৯ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান দখল করে আছে বায়ার্ন মিউনিখ। অপরদিকে লা লিগার পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে ভিয়ারিয়াল। শীর্ষ চার ক্লাবের সঙ্গে ১২ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। শুধু তাই নয়, ২০০৯ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে স্থান পেয়েছে ভিয়ারিয়াল।

তবে আরো উপরের দিকে উঠে আসার সম্ভাবনা রয়েছে এমেরির শিষ্যদের। কারণ লিগের সর্বশেষ চার ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এদের মধ্যে দুই ম্যাচের প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। গত বছর ইউরোপা লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডকেও হারিয়েছিল ভিয়ারিয়াল। সুত্র: বাসস/এএফপি

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরও খবর

© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | সেন্ট্রাল নিউজ বিডি.কম

Theme Designed BY Kh Raad ( Frilix Group )