1. miahmohammadshuzan@gmail.com : Central News :
  2. centralnewsbd24@gmail.com : CNB BD : CNB BD
উদ্ধারকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে ফায়ারফাইটারের মৃ“ত্যু | Central News BD
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

উদ্ধারকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে ফায়ারফাইটারের মৃ“ত্যু

সিএনবি ডেক্স
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৮ জন সংবাদটি পড়েছেন

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপড়ে পড়া গাছ কাটার সময় সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার (২৮ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার দিকে সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের একপর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ারফাইটার মো. রাসেল হোসেন (২১) বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। ইটের স্তূপের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জানা যায়, ফায়ারফাইটার রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

 

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরও খবর

© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | সেন্ট্রাল নিউজ বিডি.কম

Theme Designed BY Kh Raad ( Frilix Group )