1. miahmohammadshuzan@gmail.com : Central News :
  2. centralnewsbd24@gmail.com : CNB BD : CNB BD
অভিনেত্রী মিমির মন কোথায় ? | Central News BD
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

অভিনেত্রী মিমির মন কোথায় ?

সিএনবি ডেস্ক, বিনোদন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ জন সংবাদটি পড়েছেন

টলিউডের প্রথম সরির তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সাংসদ-অভিনেত্রীর কাজ সম্পর্কে কমবেশি সবাই জানেন কিন্তু প্রেম? আদৌ কী কাউকে মন দিয়েছেন মিমি?

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন এ অভিনেত্রী। এসময় ভক্তরা অভিনেত্রীর প্রেমিককে দেখতে চাওয়ার অনুরোধ করে বসেন। সেই অনুরোধ চোখ এড়ায়নি মিমির।

সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। তিনি হেসে বলেন, ‘আমিও দেখতে চাই।’

এরপরে পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি জানতে চান, বিএফ মানে কী? বেস্ট ফ্রেন্ড না বয় ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা সবাই জানেন। আমার মনে হয়, উনি আমার প্রেমিকের কথা জানতে চাইছেন। তাকে আমিও দেখতে চাই।

এদিকে আকারে-ইঙ্গিতে মিমি যেন এটাই বোঝালেন, তার জীবনে এখনো কোনো বিশেষ মানুষ নেই। কিন্তু সত্যিই কী তাই? নাকি নিছক গোপন কথাটি গোপনে রাখতে চাইছেন এ অভিনেত্রী? বোঝার উপায় নেই।

আসন্ন পূজোয় মুক্তি পাচ্ছে রক্তবীজ। এই সিনেমায় মিমির সঙ্গে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও প্রথম সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরও খবর

© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | সেন্ট্রাল নিউজ বিডি.কম

Theme Designed BY Kh Raad ( Frilix Group )